ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তার বিবৃতি

বেকার সমস্যা আমাদের দেশের অন্যতম বড় একটি সমস্যা। দেশে বেড়েই চলেছে শিক্ষিত বেকারদের সংখ্যা । কারন আমাদের সমাজে চাকরি দেয়ার তুলনায় চাকরি করার প্রবণতাটাই বেশী চর্চা হয় । আধুনিক কৃষিকে ব্যবহার করে দেশের এই শিক্ষিত বেকারদের আত্মকর্মসংস্থান তৈরি করা সম্ভব । যারা সাধারন কৃষক নয় বরং নিজেকে পরিচয় দিবে একজন স্মার্ট কৃষি উদ্যোক্তা হিসেবে । আপনি খেয়াল করে দেখেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তেল আছে , তার তেল বিক্রি করে ধনী দেশ, ইউরোপ আমেরিকার দেশগুলো প্রযুক্তি আছে তারা প্রযুক্তি বিক্রি করে উন্নত দেশ , আমাদের দেশে আমাদের সোনার মাটি আছে , যেখানে যা ফলাবেন তাই ফলবে । তাহলে আমরা কেনো উন্নত দেশের কাতারে পৌছাতে পারি না? এটা কি সম্ভব না? আমি বিশ্বাস করি আধুনিক কৃষির সঠিক এবং কার্যকরি ব্যবহারে দেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়া সম্ভব । এই বিশ্বাস থেকেই আমি এগ্রো-১ প্রতিষ্ঠা করি । যেখানে গতানুগতিক কৃষি পেশার বাহিরে এসে গড়ে তোলা হচ্ছে আধুনিক কৃষি নির্ভর স্মার্ট কৃষি উদ্যোক্তা । বাস্তবিক প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে তৈরি হচ্ছে এই সব উদ্যোক্তা । যারা নিজেই নিজের কর্মসংস্থান তৈরি করছে এবং অন্যদেরও কর্মসংস্থান তৈরি করছে। এগ্রো-১ আধুনিক কৃষির এই কার্যক্রম সারাদেশ ব্যাপী ছড়িয়ে পড়লে বেশী বেশী আত্মকর্মসংস্থান তৈরি হবে । বেকার সমস্যার দূর হওয়ার সাথে সাথে খাদ্যদ্রবে আমদানি নির্ভরতাও কমে আসবে এবং দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি সম্ভব হবে আমাদের কৃষি পণ্য । দেশের কৃষির পরিকল্পিত আধুনিকায়নেই গড়ে উঠবে সোনার বাংলাদেশ । আর এ লক্ষ্যেই আমি কাজ চালিয়ে যাচ্ছি এগ্রো-১ কে নিয়ে।