আধুনিক উপায়ে শসা চাষ পদ্ধতি

আধুনিক উপায়ে শসা চাষ পদ্ধতি

শসা খরিপ মৌসুমে চাষ উপযোগী একটি ফসল। তবে বর্তমানে শীতকালেও শসা চাষ করা যায় । শীতকালে শসা চাষের জন্য শীতকালিন জাত এবং গ্রীষ্মকালে চাষের জন্য শসার গ্রীষ্মকালিন জাত চাষ করতে হবে ।  শীতকালে চাষ করার জন্য সাবিরা জাত এবং শীতকাল ব্যতীত অন্যান্য সময় সামরিন জাতের শসা চাষ করতে হবে ।  দোআঁশ মাটি শসা চাষের জন্য উপযুক্ত মাটি শসার জীবনকাল ৯০ দিন

এগ্রো-সীডের শসার জাতসমূহঃ

সাবিরা শসা

  • শীতকালে চাষ উপযোগী ভাইরাস সহনশীল জাত।
  • মাত্র ৪০-৪৫ দিনের মধ্যেই ফল সংগ্রহ শুরু করা যায়।
  • ফল ২০-২২  সেন্টিমিটার লম্বা হয়।
  • প্রতিটি ফলের গড় ওজন ১৮০-২০০ গ্রাম। একর প্রতি গড় ফলন ৩৫-৪০ টন।
  • ফল গাঢ় সবুজ বর্ণের।
  • দেখতে দেশী জাতের মতো হওয়ায় বাজারে চাহিদা ব্যাপক।
  • রোগ ও পোকামাকড়ের আক্রমন প্রতিরোধ ক্ষমতা বেশী।
  •  জীবনকাল ৯০-১২০ দিন।

সামরিন শসা

  • গ্রীষ্মকালে চাষ উপযোগী ভাইরাস সহনশীল জাত।
  •  মাত্র ৩০-৩৫ দিনের মধ্যেই ফল সংগ্রহ শুরু করা যায়।
  •  ফল ২০-২২  সেন্টিমিটার লম্বা হয়।  প্রতিটি ফলের গড় ওজন ২০০-২২০ গ্রাম।
  • একর প্রতি গড় ফলন ৩৫-৪০ টন।
  • ফল হালকা সবুজ বর্ণের।
  • দেখতে দেশী জাতের মতো হওয়ায় বাজারে চাহিদা ব্যাপক।
  • রোগ ও পোকামাকড়ের আক্রমন প্রতিরোধ ক্ষমতা বেশী।
  • জীবনকাল ৯০-১২০ দিন।

শসার চারা রোপনের সময়কালঃ

  • শীত ছাড়া সারাবছর চাষ করা যায়
  • শীতকালিনঃ অক্টোবরের শেষ – জানুয়ারি

বেড সাইজ চারা রোপন দুরুত্বঃ

শসা মাচার ফসল। বেড পদ্ধতিতে চাষ করলে ফলন ভালো পাওয়া যায় এবং সহজে পরিচর্যা ও হার্ভেস্ট করা যায়। শসার বেড নির্ভর করবে এর মাচার ধরনের উপর। A প্যার্টান ও ইউ আকৃতি দুই ভাবেই শসার মাচা প্রদান করা যায়। A প্যার্টানের মাচাতে ডাবল লাইন বেড এবং ইউ আকৃতির মাচাতে সিংগেল লাইন বেড তৈরি করতে

শসা চাষের ক্ষেত্রে ২ ভাবে মাচা দেয়া যায় A প্যার্টান এবং ইউ শেপের মাচা । যারা শসার পর একই বেডে করলা, তরমুজ, রকমেলন চাষ করতে চান , তাদের জন্য ইউ শেপের মাচাই উত্তম। এক্ষেত্রে ১.৫-২ ফুট প্রস্থের বেড করতে হবে ও মাঝখানে ৪ ফুটের গ্যাপ রাখতে হবে।

ইউ শেপের মাচা দীর্ঘস্থায়ী হওয়ায় একাধিক ফসল চাষ করা যেতে পারে এবং যেহেতু এই মাচায় দুই বেডের মাঝখানে ৪ ফুটের একটি গ্যাপ থাকে ,সেখানে শাক জাতীয় সবজি বুনে দিতে পারেন। এগ্রো-১ সীডের মুন্নী লালশাক এক্ষেত্রে ভালো অপশন হতে পারে। এছাড়াও A প্যার্টানের মাচাতেও শসা চাষ করা যাবে সেক্ষেত্রে ৩ ফুট

 

5 Comments

  • Hafijur Rahman Khan
    June 3, 2024

    Dear Sir,

    I would like to you that I am requesting you kindly inform me how to get Agriculture Training from your Institute and whats the procedure to do it?

    Thanks & Best Regards
    Hafijur Rahman Khan
    Sirajgonj, Bangladesh
    Cell : 01672 036352

    Reply
    • adminag
      June 29, 2024

      Thank you Hafijur Rahman Khan for contact with us. For the Eid-Ul Adha our training program not scheduled before eid that’s why we delayed contact with you. But now our Smart Krishi kormoshala date announced. In Gazipur Farm Office 05/07/24 and Bogura Farm Office 19/07/24 will be held Smart Krishi kormoshala. If you are interested to join please confirm your registration through our Hotline number 09678662828 (9AM-7.00PM).

      Thanks & regards
      Support Team
      Agro1 Global Limited.

      Reply
  • Nayeem
    November 28, 2024

    শসা চাষের বিস্তারিত দিলে খুব ভালো হতো।যেমন কি কি স্প্রে ও সার প্রোয়োগ করতে হবে জমিতে এবং কত দিন পর পর দিতে হবে।নতুন উদ্যোক্তা যারা সবার মন্দ কথা শুনে হাতে টাকা পয়সা তেমন না নিয়ে ট্রেনিং না নিয়ে চাষ করতে যায় তাদের উপকার হতো।ধন্যবাদ

    Reply
  • মিনহাজ উদ্দিন
    December 4, 2024

    সাবিরা সশার বীজ কোথায় পাব,জানাবেন দয়া করে৷

    Reply
  • jlboss
    July 7, 2025

    It’s fascinating how gaming platforms now focus on user experience and creating a sense of community. Seeing options like JLBoss (and easy JKbose login!) suggests they’re prioritizing accessibility too. The psychological pull of instant gratification is strong – a well-designed platform taps into that perfectly.

    Reply

Leave a Reply to adminag Cancel reply